রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এর গাড়ি আটকে তল্লাশি চালালেন কমিশনের আধিকারিকরা। নির্বাচন কমিশনের আধিকারিকদের এই ভূমিকার প্রশংসা করছেন নেটিজেনরা। শুক্রবার কর্ণাটকের চিক্কাবাল্লাপুরা জেলায় এক মন্দিরে যাওয়ার পথে বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের গাড়ি আটকে তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা। সেই তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে হোসাহুদ্যা চেকপোস্টের কাছে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকানো হয়। ব্যক্তিগত গাড়িতে চেপে ঘটি সুব্রমণ্য মন্দিরে যাচ্ছিলেন তিনি। যদিও গাড়িতে কিছু আপত্তিজনক না পাওয়ায় তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রসঙ্গত গত ২৯ মার্চ সে রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর মুখ্যমন্ত্রী সরকারি গাড়ি ছেড়ে দিয়েছেন। উল্লেখ্য আগামী ১০ মে কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোটের দিন ঘোষণার পর সে রাজ্যে আইনশৃঙ্খলার ভার চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে। আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে কর্ণাটকজুড়ে।