দেশ

‘নীতীশের হাল চন্দ্রবাবু নাইডুর মতো হবে’, কটাক্ষ পিকের

সোমবারই  কলকাতায় গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরে সপা সুপ্রিমো অখিলেশ যাদব ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসেছিলেন। আর নীতীশের এমন উদ্যোগেই গাত্রদাহ শুরু হয়েছে বিজেপি নেতাদের। এবার বিজেপি নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বিহারের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার কটাক্ষের সুরে তিনি বলেন, ‘জেডিইউয়ের নিজস্ব কোনও ঠিকানা নেই। ওই দলের নেতা কীভাবে অন্যকে প্রধানমন্ত্রী বানাবেন? নীতীশের হাল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মতোই হবে।’ শুধু নীতীশ কুমারই নয়, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদবকেও কটাক্ষ করেছেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ ভোট কুশলী। ব্যঙ্গাত্মক কণ্ঠে তিনি বলেন, ‘তেজস্বী যাদব যদি লালুপ্রসাদ যাদবের ছেলে না হতেন, তাহলে দেশে এমন কোনও চাকরি নেই যা নিজের যোগ্যতায় পেতেন।’ সূত্রের খবর, আগামী লোকসভায় বিহারে বিজেপি বিরোধী ভোট ভাগ করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমেছেন ‘গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ’ ভোটকুশলী প্রশান্ত কিশোর। জন সুরাজ যাত্রার নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বিহারের বর্তমান জোট সরকারের বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।