দেশ

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাগ কমিটি রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

আগামী সোমবার ও বুধবার দু’দফায় ফের মামলার শুনানি। অবসরপ্রাপ্ত বিচারপতির রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করে কলকাতা হাইকোর্ট। স্রেফ নিয়োগ মামলাগুলির অনুসন্ধানই নয়, গত বছরের ১৩ মে আদালতে রিপোর্ট জমা দিয়েছে এই কমিটি। আদালত সূত্রে খবর, এই বাগ কমিটি রিপোর্ট এখনও মামলার সংশ্লিষ্ট সবপক্ষের কাছে পৌঁছয়নি। অথচ ওই রিপোর্টে ভিত্তিতেই শুনানি চলছে! বাগ কমিটির রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই কাজে সহায়তা করার জন্য ‘আদালত বন্ধু’ হিসেবে আইজীবী  গৌরব আগরওয়ালকে নিয়োগ করল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন।  এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রুপ ডি পদে ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ৩ সপ্তাহের মধ্যে বেতন ফেরত।  পাল্টা ডিভিশন বেঞ্চে মামলা করেন চাকরিহারারা। বেতন ফেরতের নির্দেশ স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। কিন্তু এসএসসি গ্রুপ ডি-তে চাকরি বাতিলের নির্দেশই বহাল থাকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে।