রতীয় কুস্তি ফেডারেশন-এর বর্তমান সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে অবেশেষে যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়ের করতে চলেছে দিল্লি পুলিশ। শুক্রবার দেশের শীর্ষ আদালতে এই তথ্যই জানাল হল দিল্লি পুলিশের পক্ষ থেকে। চাপে পড়েই শেষ পর্যন্ত দিল্লি পুলিশ ১৮০ ডিগ্রি ঘুরে নিজেদের অবস্থান থেকে সরে গেল বলেই মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই এটা কুস্তিগীরদের বড় জয়। শুধু এফআইআর দায়ের নয়, ব্রিজ ভূষণকে গ্রেফতারির দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। শীর্ষ আদালতের নির্দেশ, মহিলা কুস্তিগীরদের পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করতে হবে। কুস্তিগীররা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে দেওয়া হচ্ছে না। নাবালিকা-সহ যে কুস্তিগীররা অভিযোগ করেছেন তাঁদের আর্থিক প্রলোভনের পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এরপরই দিল্লি পুলিশের কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।