চলতি বছরের রাজ্য বাজেটেই ঘোষণা করা হয়েছিল যে কোনও মৎস্যজীবীর মৃত্যু হলে তাঁর পরিবার রাজ্য সরকারের ‘মৎস্যজীবী বন্ধু’ প্রকল্পের অধীনে এককালীন ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবে। সংশ্লিষ্ট পরিবার সেই সুবিধা পাবে। সেই প্রস্তাব পেশের পর এ নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের মৎস্য দফতর। রাজ্যের ‘কৃষকবন্ধু’ প্রকল্পের মতোই এবার ‘মৎস্যজীবী বন্ধু’ প্রকল্পেও চালু হয়ে গেল আর্থিক ক্ষতিপূরণ প্রদানের রীতি। ‘কৃষকবন্ধু’ প্রকল্পের আওতায় থাকা কৃষকের মৃত্যু হলে রাজ্য সরকারের তরফে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক বিমা প্রদান করা হয়। এবার ঠিক একই ভাবে রাজ্যের যে সব মৎস্যজীবী ‘মৎস্যজীবী বন্ধু’ প্রকল্পের আওতায় রয়েছেন তাঁদের পরিবারকেও এই বিমার আওতায় নিয়ে আসা হল। অর্থাৎ, ওই মৎস্যজীবী মারা গেলে তাঁর পরিবারও ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ পাবেন। এই প্রকল্প চালু হয়েছে ১ এপ্রিল থেকে। এই প্রকল্পে আর্থিক অনুদান পেতে হলে জেলার মৎস্য দফতরের সহকারী অধিকর্তার কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয়। তবে সেই মৎস্যজীবীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং মৎস্য দফতরের পোর্টালে তাঁর ও নমিনির নাম নথিভুক্ত থাকতে হবে। নমিনির নামের উল্লেখ না থাকলে তদন্ত করে কাকে অনুদান দেওয়া হবে, তা ঠিক করবে দফতর।