কলকাতা

ঘূর্ণিঝড় মোচার জেরে সতর্ক লালবাজার, খোলা হল কন্ট্রোল রুম

ঘূর্ণিঝড় মোকার জেরে সতর্ক লালবাজার। আগামী কয়েকদিনের মধ্যেই শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোকা। সাধারণ মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে লালবাজারের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকার জন্য লালবাজারের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম আগামী ৭মে সকাল ৭ টা থেকে
চালু হবে। ইতিমধ্যে এই কন্ট্রোল রুমের তরফে বেশ কিছু নম্বর জারি করা হয়েছে। কেউ কোনও সমস্যায় পড়লে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। ৯৪৩২৬১০৪৫০ (হোয়াটসঅ্যাপ), ২২১৪১৮৯০৩, ২২৫০৫০৩৩৪, ২২৫০৫০৪৪৫, ২২৫০৫১৪৬ নম্বরগুলি জারি করা হয়েছে। জানা গিয়েছে, এই কন্ট্রোল রুমে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, পিডবল্উডি, ডিএমজি, সিইএসসি, দমকল সব জরুরি বিভাগের আধিকারিকরা থাকবেন। ইতিমধ্যে পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় মোকা আগের থেকে অনেক শক্তি বাড়িয়েছে। তবে এটি কোন স্থলভাগে আছড়ে পড়তে তা এখনও নিশ্চিত নয়। তাই সাধারণ মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগের থেকে সতর্কতা মূলক পদক্ষেপ নিল লালবাজার।