বিদেশ

ভয়াবহ দাবানলে জ্বলছে কানাডা, জারি জরুরী অবস্থা

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার পশ্চিমের রাজ্য অ্যালবার্টা। এই পরিস্থিতিতে শনিবার থেকেই অ্যালবার্টায় জরুরু অবস্থা ঘোষণা করা হয়েছে। কমপক্ষে ১০৩টি দাবানলের মুখোমুখি হওয়ায় আলবার্টার প্রিমিয়ার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ পরিস্থিতিটিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। ২৪ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে তাঁদের বাড়িঘর থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় এডসনের শহরের আট হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এখনও পর্যন্ত জঙ্গলের ১১০ টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এর মধ্যে ৩৬ টি নিজেদের আয়ত্বে আনা হয়েছে। আগুন নেভাতে দমকলকর্মীদের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রেড রিভার ক্রি নেশন এলাকা। প্রায় ২০টি বাড়ি ও স্থানীয় থানা পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনে। তিনি আরও বলেন, উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার জন্যই দাবানলের সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে এক লাখ ২২ হাজার হেক্টর জমি এখন পর্যন্ত পুড়ে গিয়েছে। অনেক এলাকায় প্রবল বাতাসের ধাক্কায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।