জেলা

বহরমপুরে পথ দুর্ঘটনায় কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা

পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বহরমপুরে। আজ,মঙ্গলবার সকালে বহরমপুরের রাধারঘাট রাজ্য সড়কে একটি অটোকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাইকে থাকা দু’জনের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়। আরও একজনকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। এই মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।