আগেই গ্রেফতার হয়েছিলেন এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের জামাই। এবার গ্রেফতার হলেন ভানু’র স্ত্রী গীতা বাগ। তিনি গা ঢাকা দিয়েছিলেন নিশিকান্ত পালের (ভাই) সাহায্যে। ধবার ভোরে ওড়িশার রামনগর থেকে গীতাকে গ্রেফতার করে সিআইডি। জানা গিয়েছে, তাঁর বাপের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে ইতিমধ্যেই আনা হয়েছে পূর্ব মেদিনীপুরে। আজ বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। রাজ্যের তদন্তকারী সংস্থা খোঁজ চালাচ্ছে মূল অভিযুক্তের আরও ২ ভাইপোর। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ভানুর পুত্র ও ভাগ্না। উল্লেখ্য, এগরা বিস্ফোরণ কাণ্ডের পর পালিয়েও শেষ রক্ষা হয়নি মূল অভিযুক্ত ভানু বাগের। ৭০ শতাংশ পোড়া অবস্থাতেই গা ঢাকা দিয়ে সীমান্ত এলাকা পেরিয়ে ওড়িশা চম্পট দিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যু হয়েছে গত শুক্রবার। রাজ্যের তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পেরেছিল ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে নাম ভাঁড়িয়ে চিকিৎসা করাচ্ছেন কৃষ্ণপদ ওরফে ভানু। গত বৃহস্পতিবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ তাঁর বয়ান রেকর্ড করার চেষ্টা করেন আধিকারিকরা। তবে অভিযুক্ত চিকিৎসাধীন থাকার জন্য তাঁর সম্পূর্ণ বয়ান রেকর্ড করা যায়নি। কিছুটা বয়ান রেকর্ড হয়েছে। সিআইডি’র হাতে গত ২০ মে ধরা পড়ে মূল অভিযুক্তের জামাই।