সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই আমজনতার কাছে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ওটিটি প্ল্যাটফর্মগুলি। প্রেক্ষাগৃহ ও টিভি চ্যানেলমুখী দর্শকরা মজেছেন অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ডিজনি হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা-ওয়েব সিরিজে। এতদিন খুল্লামখুল্লা ছাড় পাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্মগুলি। কিন্তু এবার সেই ছাড়ে রাশ টানছে মোদি সরকার। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে ধূমপান সংক্রান্ত সতর্কীকরণ দেখানো বাধ্যতামূলক হতে চলেছে। স্বাস্থ্য মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন সিনেমা হলে ছবি প্রদর্শনের আগে বাধ্যতামূলকভাবে দেখাতে হয় ধূমপান সংক্রান্ত সতর্কীকরণ। শুধু তাই নয়, ছবিতে ধূমপানের কোনও দৃশ্য থাকলে পর্দায় ফুটে ওঠে ওই বিধিবদ্ধ সতর্কীকরণ। টেলিভিশন চ্যানেলে ধূমপান সংক্রান্ত দৃশ্যের সময়ে ওই সতর্কীকরণ দেখানো হয়। কিন্তু ছাড় পাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্মগুলি।