আর্থিক দুর্নীতি মামলায় গত বছর ৩০ মে দিল্লির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন-কে গ্রেফতার করে ইডি। শারীরিক সঙ্কটে হাসপাতালে ভর্তি হওয়া সতেন্দ্র জৈনকে অবশেষে জামিন দিল সুপ্রিম কোর্ট। মেডিক্যাল কারণে ৬ সপ্তাহের জামিনে জেল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। আগামী ১১ জুলাই পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ নেতা সত্যেন্দ্র জৈনকে শারীরিক অসুস্থতার কারণে জামিন দিল দেশের শীর্ষ আদালত। তিহার জেলের শৌচাগারে জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় তাঁকে। শ্বাসকষ্টের কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালের আইসিউ-তে। একই সপ্তাহে এই নিয়ে দু’বার অসুস্থ হয়ে পড়লেন তিনি। বেশ কিছু শর্তসাপেক্ষে সত্যেন্দ্র জৈনকে জামিন দিল আদালত। জামিনে জেল থেকে বের হয়ে সংবাদমাধ্য়মে কোনওরকম মুখ খুলতে পারবেন না সত্যেন্দ্র জৈন। এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট।