ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার সকালে নেহরুর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদি। ভারতের প্রথম এবং দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৬৪ সালে প্রয়াত হন। শনিবার তাঁর ৫৯তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মোদি। এদিন টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে, তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।’ উল্লেখ্য জওহরলাল নেহরু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা। আন্দোলনের মূল ধারায় দেশের বুদ্ধিজীবী ও যুবকদের আকৃষ্ট করেছিলেন তিনি। এ ছাড়া ১৯৩০ ও ১৯৪০–এর দশকে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতার ভূমিকাও পালন করেন তিনি। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর, ব্রিটিশ ভারতের এলাহাবাদে এক কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সঙ্গে তাঁর সংযোগের কারণে ‘পণ্ডিত নেহরু’ নামেও পরিচিত ছিলেন। শিশুদের খুবই স্নেহ করতেন নেহরু। আর সেই কারণে ১৪ নভেম্বর তাঁর জন্মদিনকে ভারতে শিশু দিবস হিসাবে পালিত হয়।