জেলা

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করল ঝাড়গ্রাম থানার পুলিশ, গ্রেফতার ৪

খড়গপুর থেকে কোচবিহারে। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক হওয়ার পর, এবার বদল করা হল কুড়মি নেতা রাজেশ মাহাতকে! স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ, প্রশাসনিক কারণ ও শিক্ষার স্বার্থেই এই বদলি। ঝাড়গ্রামে বন্দ্যোপাধ্যায়ে কনভয়ে ‘হামলা’। নেপথ্যে কারা? স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত মোট ১৫ জন। এখনও পর্যন্ত গ্রেফতার ৪। রেহাই পাননি কুড়মি নেতা রাজেশ মাহাতও। সূত্রের খবর, ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে ওড়িশায় যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন কুড়মি সমাজেরই আরও এক নেতা। দু’জনকেই আটক করেছে পুলিস। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, ঝাড়গ্রামে গড় শালবনিতে গন্ডগোলের সময়ে ঘটনাস্থলে ছিলেন রাজেশ।