মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে দুষ্কৃতীদের হামলায় মৃত এক তৃণমূল কর্মী। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁপড়দহ গ্রামে দু’পক্ষের সংঘর্ষের জেরে ব্যপক বোমাবাজির ঘটনা ঘটল, এই ঘটনায় মৃত্যু হল একজনের । পুলিশ জানিয়েছে ,মৃতের নাম আমীর সেখ(Amir Sk.), বয়স ৫০ বছর। সে তৃণমূল কংগ্রেস কর্মী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থনে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় । কি কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।ঝন্টু ও কামাল গোষ্ঠীর মধ্যেই বিবাদ ছিল দীর্ঘদিনের। যদিও এরা কেউ কোন পদে নেই এলাকায়। বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর সেখের মামাতো ভাই আমির সেখ। ঘটনার জেরে এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, পরে বিশাল বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ওই এলাকায় রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ অবরোধ হয়। পুলিশ এই ঘটনায় যারা যুক্ত তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, যে নিহত হয়েছেন তিনি রবিবার সন্ধ্যায় মসজিদ থেকে সবেমাত্র নামাজ সেরে বার হয়েছিলেন। আর সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে বোমা ছুঁড়লে তিনি নিহত হন।