কলকাতা

মণিপুরে যাওয়ার অনুমতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর, মেলেনি সাড়া

অশান্ত মণিপুরে শান্তি ফেরানোর উদ্যোগ নিতে সে রাজ্যে যেতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার সেই চিঠি দিলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনও সাড়া মেলেনি বলে জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক মুখ্যমন্ত্রীকে মণিপুর প্রসঙ্গে প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাব দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সোমবার চিঠি দিয়েছি আমি একদিনের জন্য মণিপুরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে। সেখানে শান্তিপ্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ করে শান্তি ফেরানোর জন্য। হোম মিনিস্ট্রির অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম।’ এরপর সেই চিঠির কোনও জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও জবাব মেলেনি।’ উল্লেখ্য দেশের উত্তর পূর্বের রাজ্য মণিপুরে কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে মাসখানেক ধরেই অগ্নিগর্ভ। বর্তমানে সে রাজ্যের আইন শৃঙ্খলার ভার সেনার হাতে রয়েছে। তাই অনুমতি পাওয়ার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।