শনিবার ফের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রক্তাক্ত হল উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটার সিতাই এলাকা। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে বিবাদের জেরে তৃণমূল কর্মী লিপটন হককে গুলি ছুড়ে হত্যা করার চেষ্টা হয়। দিনহাটা এক নম্বর ব্লকে বেশ কিছুদিন থেকেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি চলছে। শনিবার বিকেলে আহত লিপটন হক এবং তার দাদা বাবলা হক যখন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন ।সেই সময় গুলি ছোড়া হয়।যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সংঘর্ষের ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। লিপটন হকের পাশাপাশি অপদারো একজন আহত হয়েছেন । তার নাম সাদ্দাম হোসেন (৩৪)। দুজনের মাথায় আঘাত লেগেছে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ স্থানীয় ২৫৩ নম্বর ব্লকে বাবলা হক প্রার্থী হওয়ার দরুন তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছুঁড়েছিল ।কিন্তু সেই গুলি গিয়ে লাগে তার ভাই লিপটন হকের কপালে। রক্তাক্ত তৃণমূল কর্মী লেকটনকে প্রথমে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক থাকায় রাতেই স্থানান্তরিত করা হয় কোচবিহার হাসপাতালে। পুলিশ আহত তৃণমূল কর্মীর ঘনিষ্ঠ আত্মীয় বাপ্পা হকের বয়ান রেকর্ড করেছে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর শুক্রবার প্রথম দিনে মুশিদাবাদ জেলার খরগ্রামে কংগ্রেস কর্মীকে গুলি ছড়া হয়েছিল আর শনিবার দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের দিনহাটার এই এলাকায় বারুদের গন্ধে এলাকা তেতে উঠল। এদিকে সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া জানান, এই গুলি ছোড়ার ঘটনার সঙ্গে তৃণমূলের বা রাজনৈতিক কোন যোগাযোগ নেই এটি তাদের পারিবারিক ব্যবসাকে কেন্দ্র করে গোলমাল এর জেরে ঘটনা কারণ প্রার্থী তালিকা ঘোষণা হয়নি আগামী সোমবার ঘোষণা হবে অতএব প্রার্থী কে হবে তা কারোর পক্ষে জানা এখনো সম্ভব নয় এই ধরনের বক্তব্য যারা প্রকাশ্যে আনছে তা পুরোপুরি অসত্য।