বিদেশ

টোকিও বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ

জাপানের টোকিও শহরের হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুটি বানিজ্যিক যাত্রীবাহী বিমানের সংঘর্ষ। স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ থাই এয়ারওয়েজের একটি বিমান টোকিও থেকে ব্যাঙ্ককের উদ্দেশ্যে ওড়ার জন্য রানওয়ের দিকে ট্যাক্সিওয়ের ওপর দিয়ে যাচ্ছিল। অন্যদিকে, সেই সময় তাইওয়ানের সবচেয়ে বড় বিমান সংস্থা EVA-র একটি বিমানও ওই রানওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময়ই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ লাগে। এই সংঘর্ষের ফলে থাই এয়ারওয়েজের বিমানটি একটি উইং ভেঙে পড়ে। তাইওয়ানের বিমানও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ভাগ্যের জেরে কোনও যাত্রী বা পাইলটদের কোনও ক্ষতি হয়নি। সবাই সুরক্ষিত আছেন। আপাতত দুটি বিমানকে রানওয়ের পাশে পার্ক করে রাখা হয়েছে। কী করে এই সংঘর্ষ হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।