ধেয়ে আসছে অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। যার জেরে গুজরাত উপকূলে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইতেও। এর ফলে মুম্বই বিমানবন্দরে ব্যাহত বিমান পরিষেবা। মৌসম ভবন জানিয়েছে, ১৫ জুন গুজরাত এবং পাকিস্তান উপকূল এলাকায় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মুম্বইয়ে তার প্রভাব পড়তে শুরু করেছে। রবিবার রাতে মুম্বই বিমানবন্দরে বিপাকে পড়েছেন কয়েকশো যাত্রী। খারাপ আবহাওয়ার কারণে রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রাতে। যার জেরে একাধিক বিমান বাতিল ঘোষণা করা হয়। রাতে এবং সোমবার সকালেও বহু বিমান দেরিতে ওঠানামা করছে। এর জেরে ক্ষোভ প্রকাশ করেছেন বহু যাত্রী। বিমান অবতরণে দেরি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এই ভোগান্তির জন্য যদিও ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরলে ভারী বৃষ্টি আপাতত অব্যাহত থাকবে।