প্রথম দফায় কৌশলগত পরমাণু অস্ত্র বেলারুশে পাঠাল রাশিয়া। এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াতে হামলা হলে বা হুমকির মুখে পড়লে তবেই এই অস্ত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পুতিন। রাশিয়া থেকে পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্র বেলারুশের মাটিতে পৌঁছাতে শুরু করেছে। রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চে বলেছিলেন, জুলাইয়ের মধ্যে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য স্থাপনা নির্মাণের কাজ শেষ করবে রাশিয়া। সংবাদমাধ্যম বিবিসি বলছে, ধারণা করা হচ্ছিল রুশ পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েনে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক অস্ত্র এখন তাঁর দেশের মাটিতে। উপস্থাপক যখন তাঁকে প্রশ্ন করেন, পারমাণবিক অস্ত্রের চালান পেয়ে গেছেন কি না। উত্তরে তিনি হেসে জবাব দেন, সবগুলো নয়, ধীরে ধীরে।