জেলা

নিম্নচাপের জের, সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু

রাজ্যজুড়ে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। জেলায় জেলায় সকাল থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। সোমবার ৬টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের চারটি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।