আবারও একাধিক বাড়িতে দেখা গেল ফাটল। সূত্রের খবর, শুক্রবার ৬বি দুর্গা পিতুরি লেনে একটি বাড়িতে দেখা গিয়েছে ফাটল। যদিও এই প্রসঙ্গে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, এই বাড়ি আগে থেকেই খালি ছিল। এদিকে বর্ষার জন্য কোনও কারণে বাড়িটি আরও দুর্বল হয়ে পড়ে। সেই কারণে খসে পড়ে কার্নিশের একাংশ। অর্থাৎ নতুন করে আতঙ্কের কোনও প্রশ্ন নেই বলে জানা গিয়েছে।