জেলা

১০০ দিনের কাজের টাকা আদায়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের

১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে শনিবার মোদি সরকারকে বিঁধেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা আদায় করতে এদিন আলিপুরদুয়ারের জনসভা থেকে মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিল্লি যাওয়ার ঘোষণা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আগামী নির্বাচনের পরে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজধানীর বুকে ঝড় তুলবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটায় জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আলিপুরদুয়ার জেলার ৬ লাখ ৬১ হাজার পরিবার রয়েছে যারা ১০০ দিনের কাজের উপর নির্ভরশীল। কিন্তু কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের প্রকল্পে সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে। আবাস যোজনার আট হাজার কোটি টাকা মোদি সরকার বন্ধ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের পর সাধারণ মানুষকে নিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক। আলিপুরদুয়ার জেলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী কাজ করেছে, এদিন সেই প্রসঙ্গও বক্তৃতায় তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে, ১২৬৮ জন চা শ্রমিকের পরিবারকে জমির পাট্টা প্রদান, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।