এ বার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার। মঙ্গলবার, ৪ জুলাই রাত ১০টা নাগাদ মিরাটে তাঁর ল্যান্ড রোভার গাড়িটিতে ধাক্কা দেয় একটি গাড়ি। দুর্ঘটনার সময় সেই গাড়িতে প্রবীণ একা ছিলেন না। সেই সময় প্রবীণের সঙ্গে তাঁর ছেলেও ছিল। দু’জনই এই দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার পাণ্ডব নগর থেকে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন। মিরাটের বাগপত রোডের মুলতান নগরে তাঁর বাড়ি। ৪ জুলাই রাত ১০টা নাগাদ কমিশনারের বাসভবনের সামনে তাঁর গাড়ি দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে প্রবীণের ল্যান্ড রোভারে ধাক্কা দেয় একটি গাড়ি। এই দুর্ঘটনায় যদিও প্রবীণ ও তাঁর ছেলের কোনও ক্ষতি হয়নি। কিন্তু তাঁর গাড়িটির অনেকটা ক্ষতি হয়েছে। দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে সেখানে স্থানীয়দের ভিড় জড়ো হয়ে যায়। তাঁরাই ওই গাড়িটির চালককে ধরে ফেলেন। প্রবীণ কুমারের গাড়ি দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সিভিল লাইন থানার পুলিশ। এবং সেই গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। এসপি সিটি পীয়ুষ কুমার জানান, ওই গাড়িটির চালককে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এবং ঘটনাস্থল থেকে প্রবীণ ও তাঁর ছেলে নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন।