ভোট বড় বালাই। প্রস্রাবকাণ্ডে যাতে পিছড়ে বর্গের ভোটব্যাঙ্ক হাতছাড়া না হয় তার জন্য বৃহস্পতিবার সকালেই তড়িঘড়ি নির্যাতিত দলিতের পা ধুয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকি কপালে চন্দনের টিকা পরিয়ে গায়ে শালও জড়িয়ে দিলেন। আর মহানাটকবাজ হিসেবে পরিচিত শিবরাজের এমন দলিত বান্ধব সাজা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সামনে ভোট না থাকলে তিনি কী এমন সস্তা দরের নাটক করতেন? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দলিত হওয়ার অপরাধে দশমত রাওয়াত নামে এক যুবকের মুখে প্রস্রাব করছেন প্রবেশ শুক্লা নামে এক উচ্চবর্ণের ব্যক্তি। ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। বিজেপি শাসিত রাজ্যে দলিত ও আদিবাসীদের দুর্দশা নিয়ে সরব হন রাহুল গান্ধি থেকে শুরু করে বিরোধী শিবিরের নেতারা। আর তাতেই প্রমাদ গোনেন বিজেপি শীর্ষ নেতারা। কেননা, চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভার ভোট। ইতিমধ্যেই বিভিন্ন জনমত সমীক্ষায় স্পষ্ট, শিবরাজ সিং চৌহানের সরকারকে আর ক্ষমতায় ফেরাতে চান না রাজ্যের মানুষ। যদি দলিত ও আদিবাসী ভোটব্যাঙ্ক বিগড়ে যায় তাহলে কর্নাটকের মতোই চরম ভরাডুবি হবে দলের। তাই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ড্যামেজ কন্ট্রোলে নামার নির্দেশ দেন। সেই নির্দেশের পরেই এদিন সকালে নিজের সরকারি আবাসে প্রস্রাব কাণ্ডে নির্যাতিত দলিত যুবককে ডেকে জামাই আদরে পা ধোয়ানো থেকে গায়ে শাল চড়ানো সব করেছেন।