দেশ

‘স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে বসবাস করা ভুল, এটা হওয়া উচিত নয়’, নরেন্দ্র মোদিকে কটাক্ষ লালুর

বিহারের রাজধানীতে বিরোধী জোটের বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে আচমকাই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। মজার ছলেই বলেছিলেন, ‘এখনও দেরি হয়ে যায়নি, চটপট করে বিয়ে করে ফেলুন। আমরা বরযাত্রী হিসেবে যাব।’ তাঁর ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার ওই পরামর্শ দেওয়া নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্রাক্তন রেলমন্ত্রী বলেছেন, ‘স্ত্রী নেই এমন কারও প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রীর বাসভবনে স্ত্রী না থাকা ভুল।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আসলে স্ত্রী না থাকার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই খোঁচা দিয়েছেন লালু। এদিন পটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আরজেডি সুপ্রিমো। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বর্ষীয়ান নেতা। এক সাংবাদিক প্রশ্ন ছোড়েন, রাহুল গান্ধিকে বিয়ের পরামর্শ কেন দিয়েছেন? জবাবে লালু বলেন, ‘আমি মনে করি, স্ত্রী নেই এমন কারও প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে বসবাস করা ভুল। স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন অসম্পূর্ণ। এটা হওয়া উচিত নয়।’ পাশাপাশি আগামী লোকসভা ভোটে বিরোধীদের সাফল্য নিয়েও আশাবাদী প্রবীণ নেতা। তাঁর দাবি, ‘আগামী লোকসভা ভোটে কমপক্ষে ৩০০ আসনে জিতবে বিরোধী জোট। বিজেপিকে আর দেশের মানুষ চায় না।’ এনসিপিতে সাম্প্রতিক ভাঙন নিয়ে বলতে গিয়ে আরজেডি সুপ্রিমো বলেন, ‘শরদ পওয়ার দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী। ফলে ভেঙ্গে পড়ার মতো কিছু হয়নি। রাজনীতি থেকে তাঁর অবসর নেওয়ার মতো সময় হয়নি।’