মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুর সিটি স্ক্যানের রিপোর্ট ভুল থাকার কারণে আবারও এসএসকেএম হাসপাতালের UCM বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর ডেক্সা স্ক্যান করানো হয়। আজ বৃহস্পতিবার রিউম্যাটোলজি ডেক্সা রুমে মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা হয়। বাঁ হাঁটুতে জমা জল খতিয়ে দেখতে চাইছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর পৌনে দুটো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে মুখ্যমন্ত্রীর গাড়ি বেরিয়ে যায়। মিনিট পনেরোর মধ্যে এসএসকেএম হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমে মুখ্যমন্ত্রীকে ইউসিএম ভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেরিয়ে তিনি গাড়িতে উডবার্ন ব্লকের দিকে রওনা দেন। হাসপাতাল চত্বরে এদিন কিছুটা হলেও হেঁটেছেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। চিকিৎসকরা এই মর্মে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুর জলের পাশাপাশি লিগামেন্টের চোট রয়েছে। এখনই অস্ত্রোপচার নয়। ‘পেইন ম্যানেজমেন্টে’র চিকিৎসা হচ্ছে। প্রসঙ্গত গত ২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে বাঁ পা ও কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সফর শেষ না করেই মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে ফিজ়িক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান চিকিৎসক রাজেশ প্রামাণিক এবং রেডিয়োলজির প্রধান চিকিৎসক অর্চনা সিংহের পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু হয়। এরপর বাড়ি ফিরে যান তিনি। বাড়িতে প্রতিদিন চার ঘণ্টা ধরে থেরাপি করা হত। এসএসকেএম-এর ফিজ়িয়োথেরাপিস্ট গিয়ে প্রতিদিন থেরাপি করাতেন।