কলকাতা

‘হিংসার বিরুদ্ধে লড়াই চলবে’, দিল্লি থেকে কলকাতায় ফিরে বার্তা রাজ্যপালের

 দিল্লি থেকে ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের গণনার দিনেই রাজ্যে পা রাখলেন তিনি। মঙ্গলবার সকালে কলকাতায় ফিরেই হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। এদিন বিমানবন্দর থেকে বেরিয়েই সিভি আনন্দ বোস বলেন, ‘বাংলায় হিংসার বিরুদ্ধে লড়াই চলবে। যারা হামলা চালিয়েছে তাদের উপর অভিশাপ নেমে আসবে। আইন ভাঙার কড়া শাস্তি পাবে দুষ্কৃতীরা।’ ভোট গণনার দিনে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে পথেই থাকবেন তিনি। উল্লেখ্য, শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন হিংসার ঘটনা প্রকাশ্যে আসতেই রাজভবন থেকে বেরিয়ে পড়েন সিভি আনন্দ বোস। ঘুরে দেখেন উত্তর ২৪ পরগনার বহু এলাকা। মঙ্গলবার ভোট গণনা শুরু হতেই দিকে দিকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সেই দিনের মতো আজও বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।