দেশ

পঞ্চায়েত নির্বাচনে হিংসার ভয়ে অসমে পাড়ি দিয়েছেন ১৩৩ জন, টুইটে দাবি হিমন্ত বিশ্বশর্মা

পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন উঠে এল এক নতুন দাবি। তাও আবার অসম থেকে। পঞ্চায়েত নির্বাচনের সময় এবং তার প্রাক্কালে হিংসা ও অশান্তির ঘটনা লেগেই ছিল কোচবিহারে। শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন কোচবিহার জেলায় যেভাবে বুথের মধ্যে খুন হয়েছেন স্থানীয় এক যুবক তাতে আলোড়ন ছড়িয়ে পড়েছিল। তাই নাকি ভয়ে বহু মানুষ অসমে পৌঁছে গিয়েছে। এমনই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একটি টুইটও করেছেন। সেখানে তিনি লেখেন, ‘‌১৩৩ জন মানুষ ভয়ে অসমের ধুবরি জেলায় আশ্রয় নিয়েছেন। কারণ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে। আমরা তাঁদের ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছে এবং খাবার ও ওষুধ দিয়েছি।’‌ অন্যদিকে তবে গণনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজ্য নির্বাচন কমিশন। ১৪৪ ধারা জারি রাখা হয়েছে ভোট গণনাকেন্দ্রে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। রাজ্যের ২২টি জেলার গ্রামীণ মানুষজনের মতামত ব্যালট বাক্সে বন্দি। সেগুলি রয়েছে ৭৬৭টি স্ট্রংরুমে। রাজ্যের বিভিন্ন জেলার মোট ৩৩৯টি ভোট গণনাকেন্দ্রে সেই ব্যালট বাক্স খোলা শুরু হয়েছে।