কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বুথে তৃণমূল কংগ্রেসের কাছে হেরে গেল বিজেপি। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর দেখা যায় গাইঘাটার ইছাপুর-২ গ্রাম পঞ্চায়েতের ৪২ নম্বর বুথে হেরে গিয়েছে গেরুয়া শিবির। প্রসঙ্গত এই বুথের ভোটার শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বুথে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন রীতা মণ্ডল। মঙ্গলবার গণনার দিন দেখা যায় রীতা দেবীর কাছে হেরে গিয়েছে পদ্ম শিবিরের প্রার্থী শ্রেষ্ঠা মৃধা। যদিও গেরুয়া শিবিরের দাবি, শাসকদল কারচুপি করে জিতেছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, ‘এটাই হওয়ার ছিল। নবজোয়ার যাত্রার সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ভাবে হেনস্থা করা হয়েছিল, তার জবাব দিয়েছে মানুষ।’ উল্লেখ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বুথে পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারেনি বিজেপি। সেখানে নির্দল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে তৃণমূল। এবার কেন্দ্রীয় মন্ত্রীর বুথেও পরাজয় স্বীকার করে নিতে হল বিজেপির।