কলকাতা

ভাঙড়ে হিংসা নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্য নির্বাচন কমিশনার

পঞ্চায়েত ভোটের গণনার দিন আবার উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। মঙ্গলবার রাতে গণনা চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ আইএসএফ কর্মী-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে এই হিংসা নিয়ে রিপোর্ট তলব করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।