শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে দিল্লিতে দুটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল চার তীর্থযাত্রীর। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার রাতে উত্তর দিল্লির আলিপুরের জিটি কারনাল রোডে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, একটি ট্রাকে চেপে তীর্থযাত্রীরা হরিদ্বারে যাচ্ছিল। সেই সময় দিল্লির দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডার ভেঙে তীর্থযাত্রীদের ট্রাকে ধাক্কা মারে। ট্রাকে অন্তত ২০ জন তীর্থযাত্রী ছিলেন। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মোট ১৫ জন আহত হয়েছেন এবং ৪ জন ঘটনাস্থলেই মারা।’ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দু’জন আহতকে ভর্তি করা হয় দিল্লির পশ্চিম বিহারের বালাজি অ্যাকশন সেন্টারে। অন্যদের পাঠানো হয় নারেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে। অন্যদিকে ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক পলাতক।