ফের বড়সড় দুর্ঘটনা কলকাতার বুকে। বি টি রোডের উপরে উল্টে গেল একটি বেসরকারি বাস। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। আহতদের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই বাসের মধ্যে রেষারেষির জেরে চিতপুরে উলটে যায় গড়িয়া থেকে দক্ষিণেশ্বর-গামী বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেসরকারি বাসটি গড়িয়া থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল। শ্যামবাজার পেরিয়ে টালা ব্রিজের উপরেই অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে সেই বাস। টালা ব্রিজ থেকে নামার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি। এর পরেই মাঝ রাস্তায় উলটে যায় গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী সেই বাস। পাইকপাড়া মোড়ে রাত ১০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত করছে পুলিশ।