খেলা

কুস্তিগিরদের যৌন হেনস্তা মামলা অন্তর্বর্তী জামিন পেলেন বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ

আদালতে সাময়িক স্বস্তি পেলেন ব্রিজভূষণ সিং। বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী প্রধান ব্রিজভূষণকে যৌন হেনস্তা মামলায় দু’দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লির একটি আদালত। অতিরিক্ত নগর দায়রা আদালতের প্রধান বিচারক হরজিৎ সিং মঙ্গলবার ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ব্রিজভূষণের জামিন মঞ্জুর করেছেন। এছাড়াও এদিন জামিন পেয়েছেন ফেডারেশনের সাসপেন্ড হওয়া সহ সচিব বিনোদ তোমার। তাঁদের বিরুদ্ধে আগেই সমন জারি করেছিল আদালত। মঙ্গলবার ব্রিজভূষণ এবং বিনোদ দু’জনেই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই। ছ’বারের সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে শাস্তির দাবিতে দীর্ঘদিন ধর্ণায় বসেছিলেন কুস্তিগিররা। অবশেষে চাপে পড়ে ১৫ জুন তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিস। তোমারের বিরুদ্ধেও যৌন হেনস্তায় সহায়তার অভিযোগে চার্জশিট জমা দেওয়া হয়। এর আগে, বিষয়টি নিয়ে মিডিয়া ট্রায়াল বন্ধের নির্দেশিকা জারির আবেদন করেন ব্রিজভূষণের আইনজীবী। বিচারক হরজিৎ সিং বলেন, এই নিয়ে হাইকোর্ট বা ট্রায়াল কোর্টে আবেদন করতে। তবে ব্রিজভূষণের পক্ষ থেকে এই নিয়ে কোনও আবেদন জানানো হয়নি।