উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষ। আজ, বুধবার সকালে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে দু’জন শ্রমিককে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। তারপরেই ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই দুই শ্রমিককে। তাঁদের চিকিৎসা চলছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।