বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন সোনিয়া ও রাহুল গান্ধী। বেঙ্গালুরু থেকে দিল্লিগামী তাঁদের বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং হল মধ্য প্রদেশের ভোপালে। বরাতজোরে রক্ষা পেলেন মা ও পুত্র। ভোপাল পুলিশ সূত্রে খবর, খারার আবহাওয়ার কারণেই মধ্য প্রদেশে এমারজেন্সি ল্যান্ডিং করানো হয় সোনিয়া এবং রাহুল গান্ধীর বিমানটির। ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণ চরি মিশ্র বলেন, “সাড়ে ৯টা নাগাদ ফের দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা সোনিয়া ও রাহুল গান্ধীর বিমানটির।” জানা গিয়েছে, সোনিয়া এবং রাহুল গান্ধী বিপন্মুক্ত এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে বরাতজোরে রক্ষা পেয়ে গিয়েছেন তাঁরা। এমারজেন্সি ল্যান্ডিং না করানো হলে বিপদ হতে পারত।