দেশের ৩৮টি ছোট-বড় দলগুলিকে নিয়ে দিল্লিতে এনডিএ-র বৈঠকে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন রাজ্যের ছোট-মাঝারি বিজেপি সহযোগী দলগুলিকে নিয়ে এনডিএ বৈঠক হয়। মোদীর পাশাপাশি এনডিএ-র বৈঠকে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা। বাকি ৩৭টি দলগুলির প্রধান সহ শীর্ষ নেতৃত্বও হাজির এনডিএ-র বৈঠকে। বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে ঠিক হয়ে গেল নাম। কংগ্রেস, তৃণমূল, আপ সহ ২৬টি বিরোধী জোটের নাম রাখা হয়েছে INDIA। এবার INDIA-র বিরুদ্ধে রুখতে এনডিএ-র বৈঠকে নতুন কী রণকৌশল কী হয় সেটাই দেখার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকে NDA-র বৈঠকে আছে শিবসেনা (একনাথ শিন্ডে), এনসিপি (অজিত পাওয়ার), রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (পশুপতি পরশ), লোক জনশক্তি পার্টি (রামবিলাস), এআইএডিএমকে, এনপিপি, এনডিপিপি, মিজো স্টুডেন্ট ফ্রন্ট, অসম গণ পরিষদ, সিকিম ক্রান্তিকারি মোর্চা, নাগা পিপলস ফ্রন্ট।