সাতসকালে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ির ছাদ। তার তলায় চাপা পড়ে প্রাণ হারালেন একই পরিবারের ৪ সদস্য। আহত বহু। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ওই বাড়ির নিচের তলায় ঘুমন্ত অবস্থায় ছিলেন রাজপাল সিংয়ের পরিবার। আচমকা ভেঙে পড়ে একতলার ছাদটি। ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে মৃত্যু হয় ৪ জনের। দুর্ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। আহতদের উদ্ধার করা হয়েছে। কী কারণে বাড়ির একাংশ ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী ।