বুধবার বিজেপির মহামিছিলে পুলিশের অনুমতি নেই। বুধবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, “পুলিশ তার অভ্যাস বজায় রেখেছে এবং অনুমতি দেয়নি। অশান্তির বিরুদ্ধে মিছিল, আর পুলিস নিজেই অশান্তি করছে। আমরা আমাদের কর্মসূচি বহাল রাখব। যারা গণতন্ত্র বাঁচানোর জন্য সাড়া দেশ ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের রাজ্যেই গণতন্ত্র মাটিতে চাপা পড়ে গিয়েছে। কোর্টে যেতে হয় গণতন্ত্র খুঁজতে। চশমার দোষ আছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নাম উল্লেখ না করেই এদিন কটাক্ষের সুর শোনা গেল দিলীপের গলায়। পঞ্চায়েত ভোটে ছাপ্পা, রিগিং এবং ভোট গণনাকেন্দ্রে লুঠ হয়েছে, এই দাবিতে আজ পথে নামছে বিজেপি। দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে মহামিছিল শুরু হওয়ার কথা রয়েছে। তবে জানা যাচ্ছে, এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। সেক্ষেত্রে বিজেপির মিছিল ঘিরে রাজপথে তৈরি হতে পারে বিশৃঙ্খলা। দুপুরের দিকে ট্রাফিকের সমস্যায় ভুগতে পারেন মানুষ। মিছিল ঘিরে তিলোত্তমার বুকে দেখা যেতে পারে গন্ডগোলের ছবি। অন্যদিকে, কলকাতা পুলিশও মিছিল আটকাতে প্রস্তুত। নিরাপত্তায় ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে কলেজ স্কোয়াড় চত্বর।