কলকাতা

এমজি রোড মেট্রো স্টেশনে মরণ ঝাঁপ প্রৌঢ়ের, প্রাণ বাঁচালেন চালক

 বুধবার দুপুর ১২টা ১৪ নাগাদ এমজি রোড মেট্রো অর্থাৎ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক প্রৌঢ়। বয়স আনুমানিক ৫৮। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, বাড়ি ফিরে গিয়েছেন। মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা শহরে নতুন নয়। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার প্রাণ বাঁচার ঘটনায় কৃতিত্ব চালকের। তিনি ঘটনাটি দেখতে পেয়েই তড়িঘড়ি ব্রেক কষেন। কর্তব্যরত আরপিএফ এবং অন্যান্য স্টেশনকর্মীরা ওই  প্রৌঢ়কে উদ্ধার করেন। মেট্রোরেল সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, শারীরিক সমস্যার কারণেই তিনি এই চরম পথ বেছে নিয়েছিলেন। তাঁকে উদ্ধার করে খবর দেওয়া হয় তাঁর পরিবারে। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে বাড়িতে নিয়ে যান। মেট্রো রেলওয়ে কর্মীদের তৎপরতা এবং সতর্কতার কারণে রেল পরিষেবা বিঘ্নিত হয়নি এবং যাত্রী ভোগান্তির ঘটনা ঘটেনি।