আজ ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ শ্রদ্ধা দিবস হিসেবেও পালন করা হবে। একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই বক্তৃতা রাখবেন। তবে তার কয়েক মিনিট আগেই ১৯৯৩ সালে ২১ জুলাই যারা শহিদ হয়েছিলেন তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৩ সালের ২১ জুলাই তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাইটার্স অভিযান হয়েছিল। পুলিশকে দমনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয় বাম আমলের সরকার। তারপরেই শুরু হয়ে যায় পুলিশের লাঠিচার্জ। পুলিশের গুলিচালনায় ১৩ জনের মৃত্যু হয়। সেই ১৩ জনকে শ্রদ্ধা জানাতে পালন করা হয় আজকের দিনটি। চলতি বছর এর সঙ্গে যোগ হয়েছে তেইশের পঞ্চায়েত নির্বাচনে যে তৃণমূল কর্মীরা মারা গিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হবে।