দেশ

অন্ধ্রপ্রদেশের নেল্লোরের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৮ রোগীর মৃত্যু!

অন্ধ্রপ্রদেশের নেল্লোরের জেলা সদর  হাসপাতালে অক্সিজেনের অভাবে ছয় রোগীর মৃত্যু হয়েছে বলে পরিজনরা অভিযোগ তুলেছেন। শনিবার ওই অভিযোগ তুলে বিক্ষোভও দেখান মৃতদের পরিবারের সদস্যরা। হাসপাতালে ভাঙচুরও চাোলানো হয়। যদিও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের সুপার সিদ্ধা নায়েক। তাঁর দাবি, অজানা এক রোগে ওই রোগীরা মারা গিয়েছেন। এদিন সকালে নেল্লোরের জেলা সদর হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত ছয় রোগীর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, হাসপাতালে মেডিকেল অক্সিজেন না থাকার কারণেই রোগীদের মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে আট রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেন জেলাশাসকও। সূত্রের খবর, জেলাশাসককে দেওয়া রিপোর্টে নেল্লোর হাসপাতালের সুপার দাবি করেছেন, অক্সিজেনের অভাবে আট রোগীর মৃত্যু পুরোপুরি গুজব। হাসপাতালের বদনাম করার জন্যই ওই গুজব ছড়ানো হয়েছে।

উল্লেখ্য করোনা অতিমারীর সময়ে ২০২১ সালের ১০ মে অক্সিজেনের অভাবে তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে ১১ কোভিড রোগীর মৃত্যু হয়েছিল। অক্সিজেনের সরবরাহে সমস্যা হওয়ার কারণে  আইসিইউ-তে থাকা রোগীরা বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অক্সিজেন পাননি। তার জেরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ১১ রোগী। ওই ঘটনা নিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছিল। চাপে পড়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।