প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির নতুন মামলায় সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু নির্দেশ দিয়েই থেমে থাকেননি বিচারপতি। তদন্তে গতি আনতেও সিবিআইকে কড়া বার্তা দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আজ রাতেই মানিক ভট্টাচার্যকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী, আজ রাত সাড়ে ৮টা থেকে মানিককে জেরা শুরু করতে হবে। প্রয়োজন মনে করলে তাঁকে হেফাজতেও নিতে পারবেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি আর্থিক তছরুপের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে। তবে এই তদন্ত যেন ধীরগতিতে না হয়। এদিন সন্ধেয় কলকাতা হাইকোর্টে সিবিআই আধিকারিকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘যদি আপনারা ঠিক করে তদন্ত করেন, তাহলে খুব ভাল। কিন্তু তদন্ত ঠিকমতো না করলে, গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব।’