কলকাতা

সোমবার পর্যন্ত বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাইয়ের শেষে আবহাওয়ার রূপবদল। সকাল থেকে জেলায় জেলায় মেঘলা আকাশ, দুই এক পশলা বৃষ্টি। তাতেই খানিকটা স্বস্তি ফিরল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির পরিমাণ। তার জেরেই বাংলায় ফিরবে ঘোর বর্ষার আমেজ! আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর খানিকটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত, শনিবার তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দিনভর বৃষ্টির কারণে কমবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।