বিজেপি শাসিত মণিপুরের দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে তদন্তে নেমেই বেনজির তৎপরতা দেখাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই ওই ঘটনায় আলাদা-আলাদা ছয়টি এফআইআর দায়ের করা হয়েছে। মোট ১০ জনকে গ্রেফতার করেছে। বিবস্ত্রকাণ্ডে জড়িত বাকিদের গ্রেফতারে বিশেষ তল্লাশি অভিযান চলছে বলে শুক্রবার সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন। গত ১৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে জাতি হিংসায় জর্জরিত মণিপুরে দুই কুকি যুবতীকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিয়ো ভাইরাল হয়। জাতি হিংসা শুরুর একদিন পরে গত ৪ মে থৌবাল জেলায় ওই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ভাইরাল ভিডিয়ো ঘিরে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। চাপে পড়ে নীরবতা ভেঙ্গে ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গণধর্ষণের পর নগ্ন করে দুই যুবতীকে ঘোরানোর ভিডিও মুছে ফেলার জন্য টুইটার-সহ বিভিন্ন সমাজমাধ্যমকে নির্দেশ দেয় কেন্দ্রের তথ্য-প্রযুক্তি মন্ত্রক। ওই ন্যক্কারজনক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সরকার ব্যবস্থা না নিলে আদালতই ব্যবস্থা নেবে।’ গতকাল বৃহস্পতিবার শীর্ষ আদালতে মণিপুরের ভাইরাল ভিডিয়োকাণ্ড নিয়ে দায়ের করা হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানান, ঘটনার তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়েছে।