দেশ

গুজরাতের আহমেদাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

রবিবার সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড আহমেদাবাদের বহুতল হাসপাতালে। শোরগোল পড়ে যায় মুহূর্তের মধ্যে। অগ্নিকাণ্ডের পরেই হাসপাতাল থেকে ১২৫ জন রোগীকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে ৪টে নাগাদ শাহিবাগ এলাকার রাজস্থান হাসপাতালের বেসমেন্টে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া দেখতে পেয়েই দমকলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ। বর্তমানে দমকলের ২০ থেকে ২৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তাও জানা যায়নি।