দেশ

মণিপুরের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ ‘ইন্ডিয়া’র সদস্যদের

 ‘ইন্ডিয়া’ সাংসদদের মণিপুর সফরের দ্বিতীয় দিন। রবিবার মণিপুরের রাজ্যপাল অনুসূইয়া উইকে’র সঙ্গে সাক্ষাৎ করতে ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছেন সাংসদদের প্রতিনিধি দল। শনিবার মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখে, সেই রিপোর্ট আজ জমা দেবেন রাজভবনে। রাজ্যে শান্তি ফিরিয়ে আনার আবেদন করবেন তাঁরা। পরিকল্পনা মাফিক শনিবার ইম্ফলে পৌঁছন সাংসদরা।১৬টি রাজনৈতিক দলের ২০ জন সাংসদের ওই দলে আছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, ফুলো দেবী নেতাম, কে সুরেশ, তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব, আম আদমি পার্টির সুশীল গুপ্তা, শিবসেনা’র (ইউবিটি) অরবিন্দ সাবন্ত, ডিএমকে’র কানিমোঝি করুনানিধি, জনতা দল ইউনাইটেড’র রাজিব রঞ্জন সিং ও অনিল প্রসাদ হেগড়ে, সিপিআই’র সন্দোশ কুমার, সিপিআইএমের এ এ রহিম, আরজেডির মনোজ কুমার ঝা, সমাজবাদী পার্টির জাবেদ আলি খান, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাঝি, এনসিপির পি পি পি মহম্মদ ফাইজল, আরএলডির জয়ন্ত সিং, ভিসিকের থিরু থোল থিরুমাভালাবান ও ডি রবিকুমার, আরএসপির এন কে প্রেমাচান্দ্রন, আইইউএমএল’র ইটি মোহাম্মদ বাসির প্রমুখ। গতকালই মণিপুরের হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেন তাঁরা। নির্যাতিতাদের পরিবারের সঙ্গে কথা বলেন। ঘুরে দেখেন বিভিন্ন অস্থায়ী শিবির। ৩ মে থেকে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। যার জেরে এখনও ১৬০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন হাজারের বেশি বাসিন্দা।