কলকাতা

‘মিথ্যে মামলায় কোনও জিজ্ঞাসাবাদ হয় না, শুয়ে-বসে দিন কাটছে, সুগার ও প্রেসার আমার নিয়ন্ত্রণে রয়েছে, বললেন কৌস্তুভ রায়

 সোমবার মাঝরাতে কলকাতা টিভির কর্ণধার কৌস্তুভ রায়কে গ্রেফতার করেছে ইডি। কলকাতা টিভির প্রতিবাদী কণ্ঠরোধ করার জন্যই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই কাণ্ড করেছে বলে অভিযোগ। রবিবার সকালে কৌস্তুভ রায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যপরীক্ষার জন্য।  এদিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাটিতে শুয়ে শিরদাঁড়া শক্ত হয়ে যাচ্ছে। মিথ্যে মামলায় কোনও জিজ্ঞাসাবাদ হয় না। সারাদিন শুয়ে-বসে দিন কাটাতে হচ্ছে। তিনি আরও বলেন, সব ঠিক আছে। সুগার ও প্রেসার আমার নিয়ন্ত্রণে রয়েছে। তবে এবার কেন্দ্রীয় সরকারের প্রেসার বাড়ছে।