কলকাতা

মণিপুরের ক্ষত সারাবে ‘ইন্ডিয়া’, মোদি সরকারের নীরবতাকে ফের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়

 মণিপুরে হিংসা নিয়ে ‘নীরব’ মোদি সরকারকে ফের বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় এক টুইটে নৃশংসতার শিকার হওয়া মণিপুরবাসীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি লিখেছেন, ‘মণিপুরের হৃদয় বিদারক ঘটনা শুনে আমার মন ভারাক্রান্ত। হিংসামূলক পরীক্ষার আগুনে মানব জীবনের করুণ যন্ত্রণা মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতিতেও যারা ক্ষমতায়, তারা নীরব। মণিপুরবাসীর ক্ষত সারাবে ‘ইন্ডিয়া’। সব সময় পাশে থাকবে।’ গত তিন মাস ধরে জাতি হিংসার আগুনে পুড়ছে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। অশান্তিতে প্রাণ হারিয়েছেন দেড়শোর বেশি মানুষ। হিংসার আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে গিয়েছে কয়েক হাজার বাড়ি। ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে মাথা গুঁজতে হয়েছে লক্ষাধিক মানুষকে। কিন্তু তিন মাস ধরে চলা জাতি হিংসা নিয়ে নীরব কেন্দ্রের মোদি সরকার। শুধু গত সপ্তাহে দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে ৩৬ সেকেন্ডের বিবৃতি দিয়ে দায় সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের অভ্যন্তরে টুঁ-শব্দটি করেননি। মুখ খোলাতে অবশ্য কংগ্রেসের পক্ষ থেকে অনাস্থা আনা হয়েছে। রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে এসেছেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। আর ওই প্রতিনিধিদল মণিপুর থেকে ফেরার পরেই সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন সন্ধ্যায় টুইটে তিনি লিখেছেন, ‘মণিপুরের হৃদয় বিদারক ঘটনা শুনে আমার হৃদয় গভীরভাবে ব্যথিত।  মানুষের জীবনে কখনও নৃশংসতা কাম্য নয়।  ক্ষমতায় যারা রয়েছেন, তাঁরা মুখে কুঁলুপ এঁটে রয়েছেন। মণিপুরবাসীর মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত মেরামত করবে ইন্ডিয়া। মানবতার শিখাকে জাগিয়ে রাখবে।’