দেশ

জম্মু-কাশ্মীরে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে খতম এক জঙ্গি

জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টায় বিএসএফের গুলিতে খতম ১। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের আরএস পুরার আর্নিয়া সেক্টরে। সোমবার রাত ১.৫০ নাগাদ অনুপ্রবেশের সময় খতম করা হয় ওই ব্যক্তিকে। ঘটনার পর এলাকা জুড়ে চালু হয়েছে তল্লাশি। বেশ কিছুদিন আগেি ২৪ শে জুলাই সীমান্তে ড্রাগ চোরাচালানের একটি চক্রকে ধরে ফেলে বিএসএফ। ঘটনার জেরে সাম্বা সেক্টরের রামগড় এলাকাতে খতম করা হয়েছে ১ পাকিস্তানিকে।