কলকাতা

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ, মঙ্গলবার তিনি নিজে থেকে শ্বাস-প্রশ্বাস চালাতে পারছেন। চিকিৎসকেরা মাঝে মাঝে তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দিচ্ছেন। সেই সময় টুকু বাদে নিজের থেকেই চিকিৎসক ও ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছেন তিনি। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।